কিষান সম্মান নিধি যোজনা’র টাকা পাচ্ছেন কৃষকরা! আপনি পেয়েছেন? চেক করে নিন এইভাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার অর্থাৎ ১৫ নভেম্বর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা’র প্রায় ৮ কোটি কৃষকের অ্যাকাউন্টে ১৮০০০ কোটি টাকা ট্রান্সফার করেছেন। এদিন ঝাড়খণ্ডের খুঁটি জেলা থেকে সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ কিস্তি বণ্টন শুরু করলেন মোদি। যদিও প্রায় ৪ কোটি কৃষক পিএম কিষাণ স্কিমের সুবিধা পাবেন না। গত ১১ নভেম্বর কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এক অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছিলেন যে, আগামী ১৫ নভেম্বর পিএম কিষাণ নিধির আওতায় কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে ঢুকে যাবে। (PM Kisaan Yojna)

কিষান সম্মান নিধি যোজনার টাকা পেলেন?

পিএম কিষাণ যোজনা বা কিষান সম্মান নিধি যোজনা কী?
এই যোজনার অধীনে কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা নগদ টাকা পেয়ে থাকেন। বছরে ২০০০ টাকার তিনটি কিস্তিতে তা ট্রান্সফার করা হয় কৃষকদের অ্যাকাউন্টে। এটা আসলে কেন্দ্রীয় সরকারের একটি স্কিম। যা দেশের কৃষিজীবী পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে। প্রায় ৪ কোটি কৃষক পাবেন না এই সুবিধা এই স্কিমে প্রায় ১২ কোটি কৃষকের নাম নথিভুক্ত করা রয়েছে। তবে এবার শুধুমাত্র ৮ কোটি কৃষক এই সুবিধা পাবেন।

যার অর্থ হল, ৪ কোটি কৃষক এই সুবিধা পাচ্ছেন না। আসলে তদন্তে অযোগ্য কৃষকদের উপর রাশ টানছে সরকার। ফলে তাঁদের এই স্কিম থেকে বাদ দেওয়া হয়েছে।কিভাবে জানবেন টাকা ঢুকেছে কিনা? (Pradhan Mantri Kisaan Yojna)

যুবশ্রী প্রকল্প অতীত, এবার বেকার ছেলে মেয়েরা ঘরে বসেই পাবেন 2500 টাকা। সরকারের এই নতুন প্রকল্পে।

১. পিএম কিষাণ ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে
২. হোম পেজ থেকে ফার্মারস কর্নার বেছে নিতে হবে
৩. এরপরে বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করতে হবে
৪. এবার ড্রপ ডাউন মেন্যু থেকে রাজ্য, জেলা, উপজেলা, ব্লক অথবা গ্রাম বেছে নিতে হবে
৫. এরপর স্টেটাস জানার জন্য গেট রিপোর্ট-এ ক্লিক করতে হবে

পিএম কিষাণ ওয়েবসাইটে pmkisan.gov.in যেতে হবে। হোম পেজের নিচের ডান দিক থেকে ফার্মারস কর্নার বেছে নিতে হবে। এর তলায় একটি বক্সে ই-কেওয়াইসি লেখা দেখা যাবে। তাতে ক্লিক করতে হবে। নিজের আধার নম্বর দিয়ে প্রদর্শিত ক্যাপচা কোডও লিখতে হবে। এবার সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করার মোবাইল নম্বর দিতে হবে। গেট ওটিপি বাটনে ক্লিক করতে হবে।রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। (PM Kisaan Yojna)

অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া ফেলেছে সারা দেশে।

ওটিপি লিখে সাবমিট ফর অথেন্টিকেশন বাটনে ক্লিক করতে হবে। সাবমিট হলেই পিএম কিষাণ ই-কেওয়াইসি সফল হবে কেন আটকে যেতে পারবে কিস্তির টাকা? ই-কেওয়াইসি করা সত্ত্বেও কিস্তির টাকা আটকে যেতে পারে অন্য নানা কারণে। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকলে এমনটা হতে পারে। এই ভুলের মধ্যে অন্যতম হল, লিঙ্গ, নাম, আধার নম্বর অথবা ঠিকানার মতো তথ্যে ভুল।

Leave a Comment