Aadhar Card Update – 14 ই ডিসেম্বরের আগে আধার কার্ডে করতে হবে এই কাজ, না হলে সব সুবিধা বন্ধ।

বর্তমানে প্রতিটি ভারতীয়র কাছেই আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়িয়েছে। আর সময়ে সময়ে এই Aadhar Card Update করতে হয় আমাদের। সরকারি হোক আর বেসরকারি যে কোনো অফিসিয়াল কাজেই আধার কার্ডের দরকার পড়ে। আবার এই নথি ব্যবহার করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধাও নেওয়া যায়। এত গুরুত্বপূর্ণ একটি নথিতে উল্লেখিত তথ্য ভুল থাকলে স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়তে হয় ব্যবহারকারীকে। তাই আপনার আধার কার্ডের কোন সমস্যা থাকলে এখনই তা ঠিক করে নিন।

Aadhar Card Update

বিশেষ করে যাদের আধার কার্ড দশ বছর অথবা তার আগে জারি করা হয়েছিল। আধার কার্ড জারি হওয়ার পর থেকে যদি Aadhar Card Update না করে থাকেন, তাহলে এখনই এই কাজটি করে ফেলুন। আপনারা চাইলে বাড়িতে বসেই আধার কার্ড আপডেটের কাজটি করে ফেলতে পারবেন। জেনে নিন বিস্তারিত।আধার কার্ড নিঃসন্দেহে ভীষণ গুরুত্বপূর্ণ একটি নথি।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI ১৪ ই ডিসেম্বর পর্যন্ত আধার কার্ড আপডেটের জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে আপনারা নিজেদের আধার কার্ডটি আপডেট করে ফেলতে পারেন। এর জন্য অনলাইন পোর্টালে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল আইডি, জন্মতারিখ আর লিঙ্গ ইত্যাদি তথ্য সংশোধন করতে হবে।

Google Task Mate এর সাথে ঘরে বসে আয় করার দারুণ সুযোগ, কাজ করার সঙ্গে সঙ্গে নিশ্চিত টাকা পান।

এই কাজে কোন অতিরিক্ত চার্জ আপনাদের লাগবে না। সমস্ত তথ্যই বিনামূল্যে আপডেট করা যাবে। ছবি সহ অন্যান্য বায়োমেট্রিক আপডেটও আপনারা করাতে পারবেন। তবে বায়োমেট্রিক আপডেট করাতে গেলে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। এই কাজ কোন সাইবার ক্যাফে বা বাড়িতে বসে হবে না। বায়োমেট্রিক আপডেট করাতে গেলে আপনার প্রয়োজন হবে আঙুলের ছাপ, লাইভ ফটো আর আইরিস প্যাটার্নের। আপনারা তালিকাভুক্ত আধার কেন্দ্রগুলি যাচাই করে নিয়ে তবেই আপডেট করাতে যাবেন।

আধার কার্ডে ঠিকানা আপডেট করার পদ্ধতি :-
আপনারা সহজেই আধার কার্ডে নিজেদের ঠিকানা আপডেট করাতে পারবেন। এর জন্য আপনাদের UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর My Adhar অপশন থেকে মোবাইল নম্বরের মাধ্যমে লগইন করতে হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই ওটিপি ব্যবহার করে লগইন করতে পারবেন।

আধার কার্ড নিয়ে নয়া নির্দেশ, এই কাজ না করলে বতিল হবে কার্ড

তারপর নিজের নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ ইত্যাদি অপশনে একে একে ক্লিক করবেন। তারপর Update Aadhar online অপশনে ক্লিক করতে হবে। তারপর এড্রেস অপশন সিলেক্ট করতে হবে। এরপর প্রোফিট টু আপডেট আধার অপশনে ক্লিক করবেন। এরপর ঠিকানা আপডেট করার জন্য অতি আপলোড করতে হবে। এই পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার পর SRN তৈরি হবে। যার সাহায্যে আপনি পরবর্তী সময়ে আবেদনটি ট্র্যাক করতে পারবেন। এইভাবে আপডেট হয়ে যাবে আপনার Aadhar card Update.

Scroll to Top