সামনে আসছে ২০২৪ সালের লোকসভা ভোট। আর ভোটে জয়লাভের আশায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোও ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে। Krishak Bandhu Scheme নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কয়েকদিন আগে পাহাড় সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এক সভায় বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে কৃষক বন্ধু প্রকল্পে যারা অন্তর্ভুক্ত রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হল।
Krishak Bandhu Scheme
পশ্চিমবঙ্গের কৃষকরা অত্যন্ত গরীব তাদের দুবেলা দু’মুঠো খাবার জোটাতে গিয়েও সমস্যার সৃষ্টি হয়। অর্থনৈতিক সংকট থাকায় তারা চাষের জন্য উপযুক্ত যন্ত্রপাতি কিনতে পারেনা এই কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দশ হাজার টাকা করে অনুদান দিয়ে থাকে। যে সমস্ত চাষীদের এক একর জমি রয়েছে তাদের ৪ হাজার টাকা দেওয়া হয় বছরে।
আর যাদের জমির পরিমাণ এক একরের বেশি তারা বছরে ১০ হাজার টাকা করে চাষের জন্য অনুদান পান। এই টাকাটি সরকার একবারে কৃষকদের অ্যাকাউন্টে দেয় না। বছরে দুইবার কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হয় কৃষকদের। অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবিশস্য চাষের জন্য একটি কিস্তির টাকা দেওয়া হয় আর অপর কিস্তির টাকা দেওয়া হয় খারিফ শস্য চাষের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে।
বাড়িতে মেয়ে সন্তান থাকলে জমা করুন দেড় লাখ আর পেয়ে যান 44 লাখ।
এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu) মাধ্যমে কৃষকদের বিমার সুবিধাও দেওয়া হয়। যদি কোনো কৃষকের আকস্মিক মৃত্যু ঘটে সেক্ষেত্রে তার পরিবার ২ লক্ষ টাকা বিমার সুবিধা পাবে। এইদিন মুখ্যমন্ত্রী শিলিগুড়ির সভাতে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন ‘এখনও পর্যন্ত ১৭১৮১ কোটি টাকা কৃষকদের দান করেছি। আজ মঙ্গলবার ১ কোটি ১ লাখ কৃষককে মোট ২ হাজার ৮০৬ কোটি টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে।
ইতিমধ্যেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে খারিপ মরসুমে ১ কোটি ১ লাখ কৃষককে সাহায্য দেওযা হয়েছিল। যাঁদের দু একর জমি আছে তাঁরা বছরে ১০ হাজার টাকা পান। আর যাঁরা ভাগচাষি তাদের ৪ হাজার টাকা দেওয়া হয় বছরে।’ কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) জন্য অ্যাকাউন্টে কিস্তির টাকা এসেছে কিনা জানবেন কিভাবে
কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা ঢুকেছে কিনা জানার জন্য প্রথমে কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) ওয়েবসাইট krishakbandhu.net এ যান। এরপর কৃষকদের নাম নথিভুক্ত তথ্যের একটি অপশন দেখতে পাবেন এই অপশনে ক্লিক করে ভোটার আইডি কার্ড এর নম্বর ইনপুট করলেই যদি দেখেন ট্রানজেকশন সাকসেসফুল দেখায় সেখানে বুঝতে হবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ঢুকেছে।
এরপর আপনি ব্যাংক ব্যালেন্স চেক করবেন তাহলেই বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কিস্তির টাকা এসেছে কিনা। পাশাপাশি আপনি ব্যাংকস্টেন্ডমেন্ট এর মাধ্যমেও কৃষক বন্ধু প্রকল্পের (Krishak Bandhu Scheme) কিস্তির টাকা এসেছে কিনা জানতে পারবেন।