জিওর সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন।

ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও দেশের মধ্যে সর্বপ্রথম 5জি লঞ্চ করার মাধ্যমে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। তবে শুধুমাত্র ৫ জি ইন্টারনেট কানেকশন লঞ্চ করার কারণে নয়, জিওর তরফে যে সমস্ত স্বল্পমূল্যের রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে সেই সমস্ত রিচার্জ প্ল্যানগুলিও রিলায়েন্স জিওকে গ্রাহকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। আর আজকের এই পোস্টে আমরা জিওর সবচেয়ে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান সম্পর্কে আলোচনা করতে চলেছি, যে প্ল্যানগুলিতে গ্রাহকরা আনলিমিটেড কলিং, ইন্টারনেট কানেকশন এবং এসএমএস -এর সুবিধা পেয়ে যাবেন।

রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান তিনটি হল:-

১. রিলায়েন্স জিওর ১৪৯ টাকার রিচার্জ প্যাক:- রিলায়েন্স জিওর এই রিচার্জ প্যাকটিতে মাত্র ১৪৯ টাকার বিনিময়ে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা, প্রতিদিন ১০০ টি টেক্সট এসএমএস -এর সুবিধা এবং দৈনিক ১ জিবি ডেটার সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও জিওর ১৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে চলেছেন বিভিন্ন ধরনের জিও অ্যাপের সাবস্ক্রিপশন। এই সমস্ত জিও অ্যাপের তালিকায় জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা, জিও সিকিউরিটির মত অ্যাপগুলি রয়েছে। আর এই সুবিধাগুলি গ্রাহকরা পাবেন সম্পূর্ণ ২০ দিনের জন্য।

আরও পড়ুন:- জুলাই মাসে কোন রেশন কার্ডে কত রেশন সামগ্রী পাওয়া যাবে? দেখে নিন লিস্ট

২. রিলায়েন্স জিওর ১৭৯ টাকার রিচার্জ প্যাক:- রিলায়েন্স জিওর এই রিচার্জ প্যাকে গ্রাহকরা মাত্র ১৭৯ টাকার বিনিময়ে সম্পূর্ণ ২৪ দিনের জন্য পেয়ে যেতে চলেছেন আনলিমিটেড ভয়েস কলিং -এর সুবিধা। এছাড়াও গ্রাহকরা এই রিচার্জ প্ল্যান -এর মাধ্যমে প্রত্যেকদিন ১০০ টি এসএমএস-এর সুবিধা পাবেন এবং দৈনিক ১ জিবি ডেটার সুবিধা পেয়ে যাবেন। তবে এখানেই শেষ নয়, এই সমস্ত সুবিধার পাশাপাশি গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা, জিও সিকিউরিটির মত অ্যাপগুলির বিনামূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

৩. রিলায়েন্স জিওর ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান:- রিলায়েন্স জিওর এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা সম্পূর্ণ ২৩ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও রিলায়েন্স জিওর এই রিচার্জ প্যাকটির মাধ্যমে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি ডেটার সুবিধা এবং দৈনিক ১০০ টি এসএমএস-এর পরিষেবা পেয়ে যাবেন। আনলিমিটেড ভয়েস কলিং, ডেইলি ডেটা, এসএমএস -এর সুবিধার পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের মাধ্যমে গ্রাহকরা সম্পূর্ণ ২৩ দিনের জন্য পেয়ে যেতে চলেছেন জিও টিভি, জিও ক্লাউড, জিও সিনেমা এবং জিও সিকিউরিটির মতো অ্যাপগুলির সম্পূর্ণ বিনামূল্যের সাবস্ক্রিপশন।

Scroll to Top