সম্প্রতি টাইম ম্যাগাজিন -এর তরফে গত ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়েছে, আর ভাবলে অবাক হতে হয় যে, এই তালিকায় ১৯২০ সাল থেকে শুরু করে ২০১০ সাল পর্যন্ত তৈরি হওয়া বহু উল্লেখযোগ্য সিনেমার নাম রয়েছে। ১০০ বছরের বিভিন্ন প্রকার সিনেমার নাম দিয়ে গঠিত এই তালিকাটি শুধু যে বিগত ১০০ বছরে তৈরি হওয়া বিভিন্ন প্রকার সিনেমার শ্রেষ্ঠত্ব প্রকাশ করেছে তা নয়, এই তালিকাটি সিনেমার বিবর্তনের ধারাকেও একইভাবে তুলে ধরেছে। টাইম ম্যাগাজিনের তরফে প্রকাশিত তালিকা অনুসারে জানা গিয়েছে যে, সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের নানাবিধ চলচ্চিত্র গুলির মধ্যে একটি মাত্র চলচ্চিত্রই কেবলমাত্র এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে, আর সেটি হল সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালী। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই সমগ্র ভারতবর্ষ তথা বাঙালির গৌরব যেন আরো বৃদ্ধি পেয়েছে।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯২৯ সালে পথের পাঁচালী রচনা করেন আর ১৯৫৫ সালে সত্যজিৎ রায় পথের পাঁচালী অবলম্বনে সিনেমা তৈরি করেছিলেন। আর তারপর থেকেই সমগ্র ভারত তথা বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী। বাংলার প্রত্যন্ত গ্রামের নিতান্ত সাধারণ পরিবারের দুই ভাই বোনের খেলাধুলো, একসাথে বেড়ে ওঠা এবং বিচ্ছেদকে কেন্দ্র করেই রচিত হয়েছিল এই কাহিনী। আর গ্রাম বাংলার এই কাহিনী চলচ্চিত্ররূপে প্রকাশ পাওয়ার পর থেকেই তা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমগ্র ভারত এমনকি বিদেশী নাগরিকদেরও মন কেড়েছিল। আর তাই আজ এত বছর পরেও সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ভারতের সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা হিসেবে তাই ম্যাগাজিনের ১০০ বছরের সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন:- জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত নতুন বিল কার্যকর করা হলো। নতুন আপডেট।
টাইম ম্যাগাজিনের তরফে প্রকাশিত এই তালিকায় দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি, বাইসাইকেল থিভস, ব্রেথলেস, গন উইথ দ্য উইন্ড, সেভেন সামুরাই, ট্যাক্সি ড্রাইভার, দ্য গডফাদার পার্ট টু-এর মত সিনেমাগুলি জায়গা করে নিয়েছে। এছাড়াও এই তালিকায় রয়েছে ET দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল এবং দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক-এর মতো বিখ্যাত সিনেমা এবং ওয়াং কার ওয়াই-এর দুটি সিনেমা। সম্প্রতি তাই ম্যাগাজিনের এই সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে টারান্টিনোর ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড এবং গ্রেটা গারউইগের লিটল উইমেন।
প্রসঙ্গত উল্লেখ্য, পথের পাঁচালী ভারতের সাধারণ মানুষের দুঃখ, দারিদ্র এবং হাজার দুঃখ তারিখের মধ্যেও ছোট ছোট বিষয়ে সুখ খুঁজে নিয়ে কত সাধারণভাবে মানুষ বেঁচে থাকতে পারে তার এক উল্লেখযোগ্য নিদর্শন। পথের পাঁচালী ছিল প্রথম ভারতীয় চলচ্চিত্র যা আন্তর্জাতিক স্তরে ভারতীয় সিনেমাকে প্রতিষ্ঠা দিয়েছিল। শুধু তাই নয় সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ফিচার ফিল্ম হিসেবে সম্মানিত হয়েছে। এর পাশাপাশি, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (FIPRESCI) তরফেও পথের পাঁচালীকে সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র সিনেমা ক্ষেত্রেই যে এই সিনেমার অবদান রয়েছে তা নয়, এই সিনেমাটি ভারতের সাংস্কৃতিক আন্দোলনেরও অংশ। ছবিটি গিয়েছিল কান চলচ্চিত্র উৎসবেও। ইতিপূর্বে ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের তরফে এই সিনেমাটিকে ১০০ টি সেরা চলচ্চিত্রের তালিকার আওতাভুক্ত করা হয়েছিল। আর চলতি বছরে ১৫ বার টাইম ম্যাগাজিনের তরফে ১০০ টি সেরা চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হলে পথের পাঁচালী সেখানেও সব গৌরবে বিরাজমান।