Ration Aadhar Link – ফ্রীতে রেশন পেতে হলে সেরে ফেলুন এই কাজ, সময়সীমিত।

রেশন কার্ড হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এখনো যদি আপনি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না (Ration Aadhar link) করেন, তবে অবশ্যই এটি কাজটি করিয়ে নিন। নয়তো দারুণ সমস্যায় পড়তে পারেন। কেননা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো নিয়ে সরকারের পক্ষ থেকে আরো একবার নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় বলা হয়েছে আগামী ৩১ শে ডিসেম্বরের মধ্যে রেশন কার্ডের ই-কেওয়াইসি (E-KYC) সম্পন্ন করতে হবে।

Ration Aadhar link

নয়তো বাতিল হবে আপনার রেশন কার্ড (Ration Card) এবং বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন। প্রসঙ্গত, দেশের নাগরিকদের সুবিধার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনে যে সমস্ত প্রকল্প রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রেশন বন্টন সিস্টেম। রেশন দেওয়ার প্রধান উদ্দেশ্য দেশের গরিব মানুষকে দুইবেলা দুই মুঠো অন্নের যোগান দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে দেশের বহু মানুষ উপকৃত হন।

করোনা মহামারীর সময় থেকে কেন্দ্র ও রাজ্য সরকার মিলিত ভাবে বিনামূল্যে রেশন বন্টন শুরু করেছিলেন। বর্তমানে কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন (Free Ration) বন্টনের সময় আরো ৫ বছর বাড়িয়েছে। তবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhar link) না করানো থাকলে এই সুবিধা পাওয়া যাবে না, জানিয়ে দিল খাদ্য দপ্তর। আসলে দেশ জুড়ে রেশন কার্ড নিয়ে প্রচুর দুর্নীতি হচ্ছে।

লক্ষ্মীর ভান্ডারের 500 টাকার দিন শেষ! নতুন এই প্রকল্পে মহিলা, পুরুষ উভয়ই পাচ্ছেন মাসে 2000 টাকা।

ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী নিচ্ছেন অনেকেই। রেশন বন্টন ব্যবস্থায় এই দুর্নীতি কমাতে তৎপর হয়েছে কেন্দ্র সরকার। এর আগে একাধিকবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের (Ration Aadhar link) সংযুক্তিকরণ নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল খাদ্য দপ্তর। এর আগে রেশন কার্ডের ই-কেওয়াসি করানো শেষ সীমা দেওয়া হয়েছিল ৩০ শে সেপ্টেম্বর ২০২৩। তবে এর মধ্যেও অনেকেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেননি।

একটু পরিসংখ্যানের দিকে নজর দিলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে এ রাজ্যে প্রায় ৮, ৮৭, ৮৭, ৮২৮ সংখক রেশন উপভোক্তা রয়েছে। যার মধ্যে প্রায় ৮, ৬৭, ৯১, ৫৩২ জন উপভোক্তা ই-কেওয়াইসি করিয়েছেন। এখনো ১৯ লক্ষ মতো উপভোক্তা ই-কেওয়াইসি করতে বাকি রয়েছে। ফুড এন্ড সাপ্লায়ার্স বিভাগ এই সমস্ত উপভোক্তাদের আরো একবার সতর্ক করে দিল। (Ration Aadhar link)

ফুড এন্ড সাপ্লায়ার্স বিভাগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, যারা এখনো রেশন কার্ড ও আধার কার্ডের লিঙ্ক করেননি, তাদের আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে এ কাজটি করতে হবে। নয়তো সেই সমস্ত উপভোক্তদের নাম বাতিল করা হবে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে রেশন কার্ড। এবার প্রশ্ন হলো আপনি কীভাবে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক (Ration Aadhar link) করবেন? তার উত্তরে বলি, আপনি অফলাইন কিংবা অনলাইন এই দুটি উপায়েই এই কাজটি সম্পন্ন করতে পারেন।

জনগনের সুবিধার্থে MyScheme Portal চালু করলো সরকার। কোন সরকারী প্রকল্পটি আপনার জন্য এক ক্লিকেই জানা যাবে।

অফলাইনে করার ক্ষেত্রে রেশন কার্ডের ফটোকপি, আধার কার্ডের ফটোকপি ইত্যাদি নথি নিয়ে রেশন দোকান কিংবা সংশ্লিষ্ট খাদ্য দপ্তরের গিয়ে জমা করতে হবে। অন্যদিকে https://wbpds.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Ration Aadhar link) করিয়ে নিতে পারেন। তবে মাথায় রাখবেন এই কাজটি করার শেষ সীমা কিন্তু ৩১শে ডিসেম্বর ২০২৩।

Leave a Comment