আর দিতে হবে না 12% হারে সুদ, কিষাণ ক্রেডিট কার্ড থেকে 4% সুদের হারে ঋণ নিন।

কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছর ধরে কৃষকদের সুবিধার্থে চালু করেছে বেশ কিছু নতুন নতুন প্রকল্প। তার মধ্যে কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card) হল অন্যতম। একজন ঋণগ্রাহক 1.6 লক্ষ টাকা পর্যন্ত ঋণ এই প্রকল্পের অধীনে কোনও গ্যারান্টি ছাড়াই পেতে পারেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সঙ্গে যুক্ত এই প্রকল্পটি। কৃষকরা বার্ষিক 7 শতাংশ হারে ঋণ পেয়ে থাকেন কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে। এছাড়া, যদি সময়মতো কৃষকরা ঋণ পরিশোধ করতে পারে তবে তাঁরা তিন শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ, কৃষকরা কার্যত মাত্র 4 শতাংশ হারে ঋণ পাবেন।

প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড

1. SBI KCC সুদের হার –
এই স্কিমে সুদের হার রয়েছে 7 শতাংশ। তবে কেবলমাত্র 3 লাখ পর্যন্ত ঋণের ক্ষেত্রেই এই সুদের হার 7 শতাংশ থাকে। 3 লাখের উপরে হলে সুদের পরিবর্তন হয়।

2. SBI KCC-তে বিমার সুবিধা
70 বছরের কম বয়সের কৃষকেরা Personal Accident Insurance Scheme -এর আওতায় বিমার সুবিধা পেয়ে থাকেন। এছাড়া Pradhan Mantri Fasal Bima Yojna-র আওতায় ফসলেরও বিমার সুবিধা পাওয়া যায়।

কিষাণ ক্রেডিট কার্ডে (Kisan Credit Card) কি কি নথিপত্র প্রয়োজন?

  • আপনাকে form জমা দেওয়ার সময় নিজের বর্তমান ঠিকানা দিতে হবে।
  • আপনার জমির দলিল এর বিভিন্ন কাগজপত্র।
  • আপনার একটি passport size এর photo দিতে হবে।
  • আর bank এর নানান issue এর জন্য security PDC।
  • সম্পূর্ন fill up করা এবং signature করা একটি application form।
  • আপনার বিভিন্ন identity proof (যেমন- voter card, aadhar card, pan card, driving licence etc)।
  • আপনার ঠিকানার প্রমাণ, যেমন voter card, aadhar card, pan card, driving licence etc।

এম আই এস এ দারুন সুদ দিচ্ছে পোস্ট অফিস। একবার টাকা রেখে সারা জীবন আয়।

আবেদন পদ্ধতি:
কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কৃষকরা চাইলে ঘরে বসেই তাঁদের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারেন। এর জন্য কৃষকদের https://eseva.csccloud.in/KCC/Default.aspx লিঙ্কে ক্লিক করে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের ওয়েবসাইটে যেতে হবে। এর পর আপনাকে ‘Apply New KCC’ বিকল্পে ক্লিক করতে হবে।

এর পরে আপনার কাছ থেকে CSC আইডি এবং পাসওয়ার্ড চাওয়া হবে। সঠিক আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে, আপনি ‘Apply New KCC’ বিকল্পে ক্লিক করুন। এর পরে আপনাকে আপনার আধার নম্বর পূরণ করতে হবে। তবে যে কৃষকদের নাম কিষান সম্মান নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত তাঁদের আধার নম্বরই বৈধ বলে গণ্য হবে। সঠিক আধার নম্বর প্রবেশ করার পরে পিএম কিষাণ আর্থিক বিবরণের ফর্ম খুলবে। এরপর আপনাকে ‘Issue of fresh KCC’ বিকল্পে ক্লিক করতে হবে।

এখন পূরণ করার পালা ঋণের পরিমাণ এবং সুবিধাভোগী মোবাইল নম্বর। এছাড়া, আপনাকে আপনার গ্রামের নাম এবং খসরা নম্বর পূরণ করতে হবে। সমস্ত বিবরণ পূরণ করার পরে আপনি ‘Submit Details’ অপশনে ক্লিক করুন। এর পরে খুলবে একটি নতুন পেজ। তাতে আপনাকে টাকা দিতে হবে। CSC ID-এর ব্যালেন্স থেকে জমা দিতে হবে এই টাকা। এইভাবে কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card) তৈরি হয়ে যাবে আপনার।

অল্প সময়েই টাকা ডবল! পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সাড়া ফেলেছে সারা দেশে।

অফলাইন পদ্ধতি:
এখানে প্রথমে তো আপনি যে bank এ লোন নিচ্ছেন সেই bank এর branch এ যেতে হবে। তারপর সেখানকার যারা লোন দেওয়ার কাজের সাথে যুক্ত তাদের সাথে যোগাযোগ করতে হবে। লোন নেওয়ার application fill up করে জমা দিতে হবে। তারপর আপনি যদি লোন পেয়ে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করে দেওয়া হবে।

Leave a Comment