ইন্সপায়ার স্কলারশিপে আবেদন করলেই পড়ুয়াদের দেওয়া হবে 5 হাজার প্রতি মাসে।

একটি সরকারি স্কলারশিপ প্রকল্প হল ইন্সপায়ার স্কলারশিপ (Inspire Scholarship). যা, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অন্তর্গত। এই স্কলারশিপের মূল উদ্দেশ্য হল, দেশের মেধাবী শিক্ষার্থীদের স্কলারশিপ অনুদানের মাধ্যমে বিজ্ঞান বিষয়ে পড়াশোনায় অনুপ্রাণিত করা এবং পড়ুয়াদের গবেষণায় উৎসাহিত করা। যাতে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে এগিয়ে যেতে পারে ভারত।

ইন্সপায়ার স্কলারশিপের টাকা কারা পাবেন?

1. ইন্সপায়ার স্কলারশিপের জন্য যোগ্যতা :
Inspire Scholarship এ আবেদন করার জন্য পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষায় সংশ্লিষ্ট বোর্ডের মেধাতালিকায় প্রথম এক শতাংশের মধ্যে থাকতে হবে। যাঁরা জয়েন্ট এন্ট্রান্স এগজাম মেন/ জয়েন্ট এন্ট্রান্স এগজাম অ্যাডভান্সড-এ প্রথম ১০,০০০ র‍্যাঙ্কের মধ্যে ছিলেন বা নিট (এআইপিএমটি) পরীক্ষায় পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। যে পড়ুয়ারা ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে পদকপ্রাপ্ত/ এনটিএসই স্কলার বা জেবিএনএসটিএস স্কলার ছিলেন, তাঁরাও আবেদন করতে পারবেন স্কলারশিপের জন্য।

তবে সব ক্ষেত্রেই তাঁদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত বিজ্ঞানের ১৮টি বিষয়ের মধ্যে একটি নিয়ে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর পাঠরত হতে হবে। এই ১৮টি বিষয় হল- ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক,বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, জিয়োলজি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমি, ইলেকট্রনিক্স, বোটানি, জুলজি, বায়োকেমিস্ট্রি, অ্যান্থ্রোপলজি, মাইক্রোবায়োলজি, জিওফিজিক্স, জিওকেমিস্ট্রি, অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্সেস এবং ওশিয়ানিক সায়েন্সেস।

ewc certificate for all 1

এছাড়া, বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি গবেষকদের জন্য, বিজ্ঞান বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটিতে প্রথম হতে হবেঅথবা, মেডিসিন বিষয়ে গ্র্যাজুয়েশনে/ পোস্ট গ্র্যাজুয়েশনে ইউনিভার্সিটিতে প্রথম হতে হবে। অথবা ইন্সপায়ার স্কলারশিপ প্রাপ্তদের এমএস অথবা এমএসসি কোর্সে অন্তত ৭০% নম্বর পেতে হবে। এছাড়া, বয়স ৩২ বছরের থেকে কম হতে হবে ও এসসি এসটি মহিলাদের জন্য বয়স ৩৭ বছর ও প্রতিবন্ধীদের জন্য বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে। এছাড়া, এই স্কলারশিপের সাথে, অন্যান্য কোনো স্কলারশিপ বা আর্থিক সাহায্য নেওয়া যাবে না। অথবা, প্রার্থী ইন্সপায়ার স্কলারশিপের জন্য নির্বাচিত হলে, যেকোনও একটি স্কলারশিপ গ্রহণ করা যাবে।

2. ইন্সপায়ার স্কলারশিপে অর্থের পরিমাণ :
ইন্সপায়ার স্কলারশিপের মাধ্যমে, গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন এর পড়ুয়াদের বছরে ৬০ হাজার টাকা স্কলারশিপ দেওয়া হয়। এছাড়া, গ্রীষ্মকালীন সময়ে বিভিন্ন গবেষণা প্রকল্পে কাজ করার জন্য অতিরিক্ত ২০ হাজার টাকা স্কলারশিপ অনুদান দেওয়া হয়।

পিএইচডি এর গবেষকদের জন্য, বছরে ১ লক্ষ ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয় ও বছরে ২০০০ টাকা বৃদ্ধি করা হয়। এর পাশাপাশি, গবেষণার জন্য, বছরে অতিরিক্ত ৭ লক্ষ টাকা ফেলোশিপ দেওয়া হয়। তবে, এই স্কলারশিপ কোর্সের সময়কালীন সর্বোচ্চ পাঁচ বছরের জন্য দেওয়া হয়। এবং এক বছর ইন্সপায়ার স্কলারশিপ পাওয়ার পর পরবর্তী বছরের পড়াশোনার জন্য স্কলারশিপ রিনিউ করা যায়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় এইবার কলেজ পড়ুয়ারাও। কীভাবে করবেন আবেদন? কত টাকা পেবেন?

3. Inspire Scholarship কী কী প্রয়োজনীয় নথিপত্র লাগবে?

  • JEE/KVPY/NTSE/AIPMT/সাইন্স অলিম্পিয়াড/JBNSTS এর রেজাল্ট (যদি প্রযোজ্য হয়)
    প্রধান অধ্যক্ষের স্বাক্ষর করা, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির রশিদ
  • SBI ব্যাংকের বইয়ের প্রথম পাতার জেরক্স বা
    স্ক্যান্ড ছবি
  • পাসপোর্ট ফটো
  • কাস্ট সার্টিফিকেট
  • যোগ্যতার সার্টিফিকেট (যদি থাকে)
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • মাধ্যমিকের মার্কশিট

4. স্কলারশিপে আবেদন প্রক্রিয়া:
ইন্সপায়ার স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইনে হয়। আবেদনের জন্য নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
প্রথমে, https://online-inspire.gov.in/ ওয়েবসাইটে যান।
তারপর, আপনার ইমেইল আইডি এবং ফোন নম্বর দিয়ে পোর্টালে নথিভুক্ত করুন।
এরপর, ইমেইলে পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি আসবে, সেটা দিয়ে লগইন করুন।
পরবর্তীকালে, প্রার্থীর সমস্ত তথ্য দিয়ে স্কলারশিপে আবেদন করুন।

রাজ্যে আবার শুরু হলো নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। 10,000 টাকা পেতে চলেছে পড়ুয়ারা !

5. রেনেওয়াল স্কলারশিপ:
ইন্সপায়ার স্কলারশিপ রিনিউ করার জন্য, বছরে দুই সেমিস্টার মিলিয়ে ৬০% এর থেকে বা ৭.০ cgpa থেকে বেশি নম্বর পেতে হবে।এছাড়া, কেউ যদি অন্যান্য স্কলারশিপ পায়, তাহলে ইন্সপায়ার স্কলারশিপ পাবে না।অথবা কেউ ৬০% এর থেকে কম নম্বর পেলে বা কোনো পরীক্ষা না দিলে, সেই বছরের জন্য স্কলারশিপ পাবে না।এছাড়া, কোনো বছর ড্রপ দিলে ইন্সপায়ার স্কলারশিপ পাওয়া যাবে না।

Leave a Comment