Janasanyog Camp – দুয়ারে সরকারের মতো রাজ্য জূড়ে চলছে জনসংযোগ ক্যাম্প, মিলবে ২০টি সরকারি প্রকল্পের সুবিধা।

রাজ্যবাসীর কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার এইবার দুয়ারে সরকার প্রকল্পের মতোই আরও এক কর্মসূচী নিয়ে হাজির হল। যার নাম জনসংযোগ ক্যাম্প (Janasanyog Camp). রাজ্য সরকারের অধীনে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, রুপশ্রী-র মতো একাধিক প্রকল্প। আর এই সমস্ত প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার চালু করেছিল দুয়ারে সরকার প্রকল্প। তেমনি কাজ হবে জনসংযোগ ক্যাম্পে। এই ক্যাম্পের মাধ্যমে কি সুবিধা পাবেন মানুষ? চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।

Janasanyog Camp (জনসংযোগ ক্যাম্প) কি?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চলছে জনসংযোগ ক্যাম্প (Janasanyog Camp). এর আগে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে চালু করেছিল দুয়ারে সরকার প্রকল্প। যেখানে ক্যাম্প করে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হত। তবে এখনও অনেক মানুষ রয়েছে যারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্ছিত রয়েছেন। কিংবা দুয়ারে সরকার প্রকল্পে আবেদন করেও মেলেনি টাকা।

এই সমস্ত সুবিধা পৌঁছে দিতে মাননীয়া মুখ্যমন্ত্রী এই জনসংযোগ ক্যাম্প চালু করেছে। রাজ্যের প্রতিটি ব্লকে প্রতিটি গ্রামে জনসংযোগ ক্যাম্প বসবে। এই Janasanyog Camp থেকে মানুষ রাজ্য সরকারের ২০টি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যে সমস্ত প্রকল্পে আবেদন করেও টাকা পায়নি মানুষ, তার অভিযোগও এখানে জানানো যাবে। গত ২০ শে জানুয়ারি থেকে শুরু হয়েছে জনসংযোগ ক্যাম্প (Janasanyog Camp). আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

কী কী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
এই Janasanyog Camp থেকে রাজ্য সরকারের ২০টি প্রকল্পের জন্য আবেদন করা যাবে। এই ক্যাম্প থেকে জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, কন্যাশ্রী, ঐক্যশ্রী, রূপশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু-সহ একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া আবেদন করে সুবিধা না মিললে, তার অভিযোগও জানানো যাবে এই ক্যাম্পে। কোনো প্রকল্পে আবেদন করে সুবিধা না পেলে, অভিযোগ করার জন্য ক্যাম্পে ফরম পাওয়া যাবে। এই ফরম পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে আধিকারিকদের কাছে জমা দিতে হবে। প্রশাসন আপনার অভিযোগ খতিয়ে দেখে সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করবে।

প্রধানমন্ত্রী মোদি-র নতুন প্রকল্পের ঘোষণা, কমাবে বিদ্যুৎ বিল! কারা কীভাবে আবেদন করবেন? জানুন।

কোথায় জনসংযোগ ক্যাম্প বসবে?
প্রান্তিক গ্রাম থেকে শুরু করে পাহাড়ি এলাকায় খোলা হবে জনসংযোগ শিবির। এই শিবির থেকে পৌঁছে মানুষ উপরিউক্ত প্রকল্পগুলির সুবিধা পাবেন। দুয়ারে সরকারের মতোই এই ক্যাম্প থেকে মানুষ করতে পাবেন সমস্ত সরকারি প্রকল্পের আবেদন।

প্রতিটি ক্যাম্পে থাকবে তিনজন করে সরকারি আধিকারিক। প্রতিটি ক্যাম্পে থাকবেন পুলিশও। আপনি রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা যদি না পেয়ে তাহকেন, তাহলে এই ক্যাম্প থেকে আবেদন করতে পারেন। আবেদনপত্র ক্যাম্প থেকেই পাওয়া যাবে।

প্রকাশ হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা! কে কে টাকা পাবে? এইভাবে দেখে নিন লিস্ট।

এবার প্রশ্ন হল আপানর এলাকার কোথায় জনসংযোগ ক্যাম্প হচ্ছে, তা আপনি কীভাবে জানবেন? ক্যাম্প কোথায় হচ্ছে তা জানার জন্য https://ds.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে “FIND YOUR CUMP”-অপশনে ক্লিক করে নিজের জেলা, ব্লক বসিয়ে সার্চ করলে আপনার একাকায় কবে কোথায় এই ক্যাম্প হবে তা জানতে পাড়বেন।

Leave a Comment