Madhyamik Exam – মাধ্যমিক পরীক্ষার সময় বদল নিয়ে বড় নির্দেশ দিল আদালত।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) মতো মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) সময় সূচীতেও বদল এনেছে পর্ষদ। যে সময় পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল তার থেকে দুই ঘণ্টা আগে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের এই ঘোষণার পর কিছু শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হয় এবং মাধ্যমিকের সময়সীমা বদলের আর্জি জানায়। আর গতকাল এই মামলার শুনানি দেওয়ার সময় পর্ষদের সিদ্বান্তকে দায়িত্বজ্ঞানহীন সিদ্বান্ত বলে উল্লেখ করলো আদালত।

Madhyamik Exam

প্রসঙ্গত, আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, বেলা ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে কিছুদিন আগেই মাধ্যমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক পরিক্ষায় বদল আনে। পরীক্ষার সূচীতে কোনো বদল না আনা হলেও, মাধ্যমিক পরিক্ষার (Madhyamik Exam time table) সময়ে বদল আনা হয়।

পর্ষদের নতুন সময় অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিট থেকে। আর পর্ষদের এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই এ নিয়ে বিতর্ক ওঠে। এ নিয়ে কলাকাত হাইকোর্টে মামলা করে কিছু শিক্ষক। পরীক্ষা শুরুর কিছুদিন আগে কেন মাধ্যমিক পরীক্ষার সময়ে বদল আনা হল, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলা হয়। আদালতে মাধমিক পরীক্ষা শুরুর সময় পুনরায় বদলের আর্জি জানায় মামলাকারীরা।

গত বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মামলা ওঠে। মামলাকারীদের দাবি, পরীক্ষার সময় বদল করার ফলে বেশ সমস্যায় পরবে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহল। আগের সময় অনুযায়ী পরীক্ষা শুরু হত বেলা ১১.৪৫ মিনিটে এবং শেষ হত দুপুর ৩ ঘটিকায়। (Madhyamik Exam)

তবে নতুন নিয়মে, ৯.৪৫ থেকে পরীক্ষা শুরু হলে ছাত্র ছাত্রীরা সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারবে না বলে দাবি করছেন মামলাকারীদের আইনজীবী। গত বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল, যেখানে আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু পর্ষদের এই সিদ্বান্তকে দায়িত্বজ্ঞানহীন সিদ্বান্ত বলেছেন। তবে নতুন করে পরীক্ষার সূচি বদল করেনি আদালত।

রাজ্যের 3 টি বড় সরকারি স্কলারশিপ মোটা অঙ্কের টাকা পেতে দ্রুত আবেদন করুন।

এদিন মামলার শুনানি চলাকালীন পরীক্ষার সময় বদল নিয়ে পর্ষদের আইনজীবী একাধিক যুক্তি খাড়া করলেও, কোনোটাই যুক্তি যুক্ত কারন নয় বলে উল্লেখ করাছেন বিচারপতি। এদিন পর্ষদের আইনজীবী জানিয়েছেন, বেলা বাড়লে যানজট বাড়ে। এর ফলে বেশ সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা। এই কারনেই এগিয়ে আনা হয়েছে পরীক্ষা শুরুর সময়।

তবে পর্ষদের এই যুক্তিকে “ফালতু যুক্তি” বলেছেন বিচারপতি। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে যানজটের কথা মনে পড়লো পর্ষদের? এ প্রশ্নও করেন বিচারপতি। তবে পর্ষদের সিদ্বান্তের কোনো বদল করেনি আদালত। অর্থাৎ সকাল ৯.৪৫ মিনিট থেকেই শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যার মুখে না পড়তে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে পর্ষদকে।

জানুয়ারী থেকে পশ্চিমবঙ্গের স্কুলে ভর্তির নতুন নিয়ম। শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি।

প্রত্যেক পরীক্ষার্থী যাতে ঠিক ভাবে পরীক্ষাকেন্দ্রে (Madhyamik Exam center) পৌঁছাতে পারে সে বিষয়ে দ্রুত হেল্পলাইন চালু করার নির্দেশ দিয়েছে আদালত। কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করবেন এবং পুলিশ সেই সব পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

Leave a Comment