কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরে ৪৮৭ শূন্যপদ! মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন, জেনে নিন আবেদন প্রক্রিয়া।

ফের নতুন নিয়োগের সুখবর রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য। ৪৮৭ টি শূন্যপদে Group B & C পদে সম্প্রতি ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস (DGHS) -এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কর্মী নিয়োগের। সকল যোগ্য প্রার্থীরা দেশের রাজ্যের যেকোনো জেলার প্রান্ত থেকে এখানে আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে।

কেন্দ্র সরকার দিচ্ছে কাজের সুযোগ DGHS পদে।

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ফিল্ড ওয়ার্কার, ইন্সট্রাক্টর, এক্স-রে টেকনিশিয়ান, প্রেসিং ম্যান (Laboratory Attendant, Field Worker, Instructor, X-Ray Technician, Pressing Man) (Govt Job) যারা মাধ্যমিক পাস করেছেন তারাই এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আবার টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, লাইব্রেরি ক্লার্ক (Technician, Laboratory Technician, Library Clerk) ইত্যাদি শূন্য পদের জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা:
DGHS Recruitment 2023 এর অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, এখানে Group B & C পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ৪৮৭ টি শূন্যপদ রয়েছে।

বয়সসীমা:
নূন্যতম বয়সসীমা – ১৮ বছর
সর্বোচ্চ বয়সসীমা – ২৫/ ২৭/ ৩০/ ৩৫ বছর
বয়স হিসেব করতে হবে ৩০.১১.২০২৩ তারিখ অনুযায়ী।
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

কনস্টেবল জিডি নিয়োগের বিজ্ঞপ্তি 75,768 শূন্যপদে!মাধ্যমিক পাশ হলেই পাবেন এই চাকরি!

শিক্ষাগত যোগ্যতা:
এখানে মাধ্যমিক / উচ্চমাধ্যমিক / ডিপ্লোমা / উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে যাচাই করে তারপরে আবেদন করুন।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম ফিলাপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর আবেদন ফি জমা করে সাবমিট করতে হবে।

আবেদন মূল্য:
এখানে আবেদন করার জন্য ৬০০/- টাকা আবেদন মূল্য জমা দিতে হবে। তবে SC/ ST/ PwBD/ Women প্রার্থীদের কোনো আবেদন মূল্য জমা দিতে হবে না। অনলাইনের মাধ্যমে আবেদন মূল্য জমা দিতে হবে প্রার্থীদের।

স্টেট ব্যাংকে 5280 পদে কর্মী নিয়োগ। এবার নিজের জেলাতেই হবে চাকরি।

লিখিত পরীক্ষার কেন্দ্র:
Delhi & NCR, Chennai, Mumbai, Bangalore, Lucknow, Ranchi, Chandigarh, Guwahati and Kolkata.
নির্বাচন পদ্ধতি:
1)লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
2)ডকুমেন্টস ভেরিফিকেশন

Leave a Comment