Money Earn From Home – বাড়িতে বসে সামান্য সময় দিয়ে আয় করুন নিজের ইচ্ছা মতন।

দিন যত এগোচ্ছে দেশের বেকারত্বের সমস্যা তত যেন বাড়ছে। এখন প্রযুক্তির দৌলতে গোটা বিশ্বের খবর হাতের মুঠোয় এসে পৌঁছেছে। Money Earn From Home এর দিকে মানুষের ঝোঁক বাড়ছে। হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আজ অনেক কিছু আমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। তা সত্ত্বেও বেকারত্বের সমস্যা যেন কমতেই চাইছে না। পড়াশোনা শেষে সকলেই চায় রোজগার করতে। কিন্তু চাকরির আশায় এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ালেও শিক্ষিত যুবক ও যুবতিরা চাকরি পাচ্ছেন না। হাপিত্যেশ করে বসে থাকতে হচ্ছে তাদের।

Money Earn From Home

যদিও বা কোন সংস্থায় চাকরি জুটছে, কিন্তু তার মাইনে এতটাই কম হয়ে যাচ্ছে যে তা দিয়ে সংসার চালানো একপ্রকার অসম্ভব। আবার দেশে এমন অনেক সংস্থা রয়েছে যেখানে মাসের পর মাস কর্মীদের ঠিকমতো মাইনে দেওয়া হয় না। আর এই কারণে সমস্যায় পড়ে যেতে হচ্ছে কর্মীদের। একে তো কাজের অভাব, তার ওপর যেই কাজ পাচ্ছে তাতে ঠিকমতো মাইনে দেয় না।

আবার মাইনে দিলেও তা খুবই কম। আর ঠিক এই সময় এসে মনে পড়ে ব্যবসা করার কথা। (Money Earn From Home) আজকের প্রতিবেদনে স্বল্প বিনিয়োগে ভালো লাভের কয়েকটি ব্যবসার কথা আপনাদের বলব। আপনারা চাইলে হাতের স্মার্টফোন ব্যবহার করে এই ব্যবসাগুলি করতে পারবেন। দেখে নিন।

ই-কমার্স প্ল্যাটফর্মঃ
ই-কমার্স (E-Commerce Store) প্ল্যাটফর্মের মাধ্যমে স্টোর থেকে সামগ্রিক কিনে বিক্রি করতে পারবেন। পেমেন্টের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মের নির্দিষ্ট পেমেন্ট সিস্টেম আছে। (Money Earn From Home)

প্রত্যেকটি সামগ্রী বিক্রির ক্ষেত্রে আপনি কমিশন পাবেন। এটা অনেকটা হাবের মতো কাজ করবে। সম্প্রতি Shopify ই-কমার্স প্লাটফর্ম হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছেন। এবার ঘরে বসেই নিজের জিনিস বিক্রি করুন ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনারা চাইলে নিজস্ব ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। (Money Earn From Home)

আধার কার্ড থাকলেই কেন্দ্র দেবে 10 লক্ষ টাকা! সাথে 35% ভর্তুকি! কীভাবে আবেদন করবেন? জানুন।

ড্রপ শিপিংঃ
পাইকারি মার্কেট থেকে জিনিস কিনে নিয়ে যেভাবে দোকানে বিক্রি করা হয়, ড্রপ শিপিং এও ঠিক একই ধরনের কাজ করতে হয়। তবে এই সম্পূর্ণ প্রসেসটাই হয় অনলাইন এর উপর ভিত্তি করে। এর জন্য আপনাকে একটি ই-কমার্স স্টোর তৈরি করতে হবে।

সেখানে নিজের সমস্ত পণ্য রাখবেন। এর পাশাপাশি চাইলে অন্য সংস্থার পণ্য রাখতেও পারবেন। রিসেলিং আর পাইকারীর বিপরীতে ড্রপ শিপিং (Drop Shipping) ইনভেন্টরি পরিচালনা ছাড়াই পণ্য বিক্রি করা যায়। তবে এক্ষেত্রে যাদের সাথে ব্যবসা করবেন তাঁদের সম্বন্ধে একটু খোঁজখবর নিয়ে নেবেন।

বুক কিপিংঃ
এই ব্যবসা অনলাইন আর অফলাইন উভয় ভাবেই করা সম্ভব। তবে বুক কিপিং ব্যবসায় (Book keeping) হিসাব কিন্তু ভীষণ জরুরি একটি দিক। হিসাব যদি ভালো সামলাতে পারেন তাহলে কোন সমস্যা ছাড়াই ব্যবসাটি শুরু করতে পারেন।

ঘরে বসে হাজার হাজার টাকা আয় করার দারুণ সুযোগ! রইল 4 টি সেরা বিজনেস আইডিয়া।

সোশ্যাল মিডিয়াঃ
এখন সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবসার ক্ষেত্রে নতুন দ্বার খুলে দিয়েছে। আয়ের ক্ষেত্রে ভালো একটি মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আবৃত্তি, যোগাসন, ব্লগিং, খেলাধুলা ইত্যাদি করতে পারেন। আর এর মাধ্যমে ভালো রোজগার করতে পারবেন। পার্ট টাইমে সোশ্যাল মিডিয়া আয়ের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম। (Money Earn From Home)

Leave a Comment