সম্প্রতি ভারতের সর্ব বৃহৎ সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া SBI Recruitment এর বিজ্ঞপ্তি জারি করল। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা অনেকদিন যাবত সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন এবং একটি ভালো বেতনের চাকরির কথা ভাবছিলেন সেসকল চাকরি প্রার্থীদের আশা পূরণ হতে চলেছে। ব্যাংকে চাকরি পাওয়া সহজ কথা না, তুলনামুলক রাজ্যের অন্যান্য পরীক্ষাগুলির থেকে এর পরীক্ষা একটু বেশিই কঠিন। এই পরীক্ষার জন্য বহু ছাত্রছাত্রী বহুদিন ধরে প্রস্তুতি নিয়ে থাকে।
SBI Recruitment in West Bengal 2024
পদের নাম
মোট শূন্যপদ
মাসিক বেতন
শিক্ষাগত যোগ্যতা
আবেদন মাধ্যম
পদের নাম – SBI Recruitment এ একটি নয় বিশেষ পাঁচটি পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিশেষ পদগুলির মধ্যে প্রথমটি হল Circle Defense Banking Advisor বা সার্কেল ডিফেন্স ব্যাংকিং আডভাইসর, দ্বিতীয় পদের নাম হল Manager বা ম্যানেজার, তৃতীয় পদের নাম হল Assistant Manager বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার, চতুর্থ পদের নাম হল Assistant General Manager বা অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার, সর্বশেষ পদটির নাম হল Deputy Manager বা ডেপুটি ম্যানেজার।
মোট শূন্যপদ ও মাসিক বেতন – Circle Defence Banking Advisor বা সার্কেল ডিফেন্স ব্যাংকিং আডভাইসর পদটির জন্য আপনি মাসিক বেতন পাবেন প্রতিমাসে 2450000 টাকা, এর শূন্য পদের সংখ্যা মাত্র একটি। Manager বা ম্যানেজার পদটির জন্য আপনি পাবেন প্রতিমাসে 63840 –78230/- টাকা, এর শূন্য পদের সংখ্যা 73 জন। Assistant Manager বা অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদের জন্য আপনি পাবেন প্রতিমাসে 36000 – 63840/- টাকা, মোট শূন্য পদের সংখ্যা 23 টি।
Assistant General Manager বা অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার পদটির জন্য আপনি পাবেন প্রতিমাসে 89890 –100350/- টাকা, মোট শূন্য পদের সংখ্যা মাত্র তিনটি। Deputy Manager বা ডেপুটি ম্যানেজার পদটির জন্য আপনি পাবে প্রতিমাসে 48170 –69810/- টাকা, এর মোট শূন্য পদের সংখ্যা 51 টি। সবকটি পদ মিলিয়ে মোট 151 টি শূন্যপদে SBI Recruitment হবে।
শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদগুলির জন্য স্নাতক ন্যূনতম স্নাতক ডিগ্রিটি থাকতেই হবে। এছাড়া এখানে যেহেতু প্রত্যেকটি আলাদা আলাদা পোস্ট সেক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা লাগছে। যে সমস্ত ইচ্ছুক প্রার্থীর এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশে বলা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে কি শিক্ষাগত যোগ্যতা আছে দেখে ভালো করে বুঝে যাচাই করে তবে নিজের দায়িত্বে আবেদন করতে পারেন।
পোস্ট অফিসে একাধিক পদে প্রচুর কর্মী নিয়োগ, আবেদনের খুঁটিনাটি দেখুন।
আবেদন মাধ্যম – অনলাইনে ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে www.sbi.co.in-এ লগ ইন করতে হবে ওয়েবসাইটের হোমপেজে কেরিয়ার বলে অপশন চোখে পড়বে। সেখানে ঢুকে প্রথমে রেজিস্ট্রেশন ও পরে আবেদনের ফর্ম পূরণ করতে হবে। SBI Recruitment এ আবেদনের জন্য আপনাকে আবেদন ফী বাবদ 750 টাকা করে দিতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হল 4 মার্চ।