Yogyashree Prakalpa – যোগ্যশ্রী প্রকল্পের নতুন আপডেট! এবার সকলেই পাবেন প্রকল্পের সুবিধা।

শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রীর পর এবার রাজ্যসরকারের নতুন প্রকল্প যোগ্যশ্রী প্রকল্প বা Yogyashree Prakalpa. বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা অভাব অনটনের জন্য সরকারি চাকরির পরীক্ষা প্রবেশিকা দিতে পারেনা। আগে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সহ OBC ক্যাটাগরির সম্প্রদায়ভুক্ত ব্যক্তিদেরকেই একমাত্র দেওয়া হত এই প্রকল্পের সুবিধা। এমনটাই হাওড়ায় বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এবার থেকে সকল ছেলে মেয়েই পাবে এই প্রকল্পের সুযোগ সুবিধা।

Yogyashree Prakalpa Announced by CM Mamata

মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু করেছেন। ধনধান্য স্টেডিয়ামে সূত্রপাত হওয়া Yogyashree Prakalpa এর মাধ্যমে জয়েন্ট এন্ট্রাস,  নিট, এছাড়াও রেল, ব্যাংক, সামরিক সেনা বাহিনী, অসামরিক সেনাবাহিনী, পোস্ট অফিস ও পুলিশ গ্রুপ-সি, গ্রুপ-ডি, গ্রুপ-বি সহ বিভিন্ন পদে চাকরির প্রস্তুতির ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানান হয়। অসামান্য গুন সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা সম্পূর্ণ বিনামূল্যে সকল সম্প্রদায়ের ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে।

যুবশ্রী প্রকল্পে নাম থাকলেই পাবেন টাকা, জেনে নিন আবেদন পদ্ধতি।

রাজ্য জুড়ে প্রায় 46 টি সেন্টারে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি জেলায় দুটি করে প্রশিক্ষণ কেন্দ্র খোলা হচ্ছে। কোর্সের সময়সীমা তিনশো ঘন্টার 6 মাস ব্যাপী। প্রতিদিন চার ঘণ্টা করে সপ্তাহে 2 দিন করে ক্লাস করতে পারবে ছাত্র ছাত্রীরা। এই কোর্সের আবেদন প্রক্রিয়া চলতি বছর অর্থাৎ 2024 এর ফেব্রুয়ারি মাস ত্থেকে শুরু হয়ে গেছে। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে পারেন।

রাজ্য সরকার জানিয়েছে, গত দু’বছরে 20880 জন ছাত্র-ছাত্রীর মধ্যে 2254 জন টেকনিক্যাল কোর্সে, 8 জন IIT-তে, 14 জন NIT-তে, 34 জন MBBS কোর্সে ভর্তি হয়েছে। আশা করা যাচ্ছে এই বছরে যেহেতু সকল শিক্ষার্থীর জন্য একই নিয়ম জারি হয়েছে সুতরাং অনেক ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে। এছাড়াও গত বছর আদিবাসী থেকে শুরু করে একাধিক সম্প্রদায় প্রকল্পে উপকৃত হয়েছে।

যুবশ্রী প্রকল্পে আবেদন করুন এবং পেয়ে যান প্রতি মাসে দেড় হাজার টাকা, বিস্তারিত জেনে নিন

এক্ষেত্রেও ছাত্র ছাত্রীদের সংখ্যা অনেকাংশে বাড়বে। রাজ্য সরকারের Yogyashree Prakalpa বা যোগ্যশ্রী প্রকল্পের মাধ্যমে আপনিও পেতে পারেন সরকারি চাকরি। এছাড়াও আপনি এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হলে জানাতে ভুলবেন না। আর জানতে দেখুন এর অফিশিয়াল ওয়েবসাইট। চাকরি ও চাকরি সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমাদের প্রতিবেদনগুলিতে চোখ রাখুন।

Leave a Comment